• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুইদিন ব্যাপি জাতীয় কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পি.এম.
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন-ছবি-ভিওডি বাংলা

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৬  বায়ান্নর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের মঞ্চে শুরু হতে যাচ্ছে ৩৮তম জাতীয় কবিতা উৎসব। আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু। নিবন্ধন ফি ২০০ টাকা। 

রোববার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহন রায়হান,  সাধারণ সম্পাদক রেজাউল স্টালিন, প্রধান সমন্বয় মানব সুরত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী, শ্যামল জাকারিয়া ও শাহীন চৌধুরীসহ প্রমুখ। 

লিখিত বক্তব্যে মোহন রায়হান জানান, আশির দশকের সামরিক স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অগ্নিগর্ভ সময় থেকেই জাতীয় কবিতা পরিষদের জন্ম। 

তিনি বলেন, গত ১৭ মাসে জুলাই অভ্যুত্থানের আড়ালে লুকিয়ে থাকা একাত্তরের পরাজিত খুনি, ধর্ষক, অগ্নিসংযোগকারী ও অন্ধকারের অশুভ শক্তি এবং জুলাইয়ের পতিত ফ্যাসিস্টদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সারা দেশে তারা মব সন্ত্রাস সৃষ্টি করে এক ভয়াবহ ভীতির সংস্কৃতি চালু করেছে-এই দেশ ও জাতিকে ধ্বংসের কৃষ্ণগহ্বরে ঠেলে দিতে। দেশের ভয়াবহ এই ক্লান্তিলগ্নে জাতীয় কবিতা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারগতার কারণে বাধ্য হয়েই আমরা এবছর জাতীয় কবিতা উৎসব আয়োজন করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। 

দুই দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন-বীর জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র সম্মানিত পিতা  মীর মোস্তাফিজুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, উৎসবের দু’দিনেই চলবে-সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ।

জাতীয় কবিতা উৎসব ২০২৬ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি)'র সুইমিংপুল চত্বরে জাতীয় কবিতা উৎসবের দফতর স্থাপন করা হয়েছে।

দেশি-বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দফতরটি প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

 রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক: সিইসি
নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক: সিইসি
ইসিতে আপিল শুরু
মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ ইসিতে আপিল শুরু
দেশে পরপর দুইবার ভূমিকম্প
আফটারশকের আশঙ্কা দেশে পরপর দুইবার ভূমিকম্প