• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সান ফ্রান্সিসকোর হোটেল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ পি.এম.
অভিনেত্রী ভিক্টোরিয়া জোনস-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেয়ারমন্ট হোটেল থেকে অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। এখনও তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের এক অতিথি ভিক্টোরিয়াকে করিডোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তা হোটেল কর্তৃপক্ষকে জানান। স্থানীয় সময় ভোর ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হোটেলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পান। পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তিনি টমি লি জোনসের কন্যা ভিক্টোরিয়া জোনস।

ভিক্টোরিয়া ছোট বয়স থেকেই অভিনয়ে যুক্ত ছিলেন। ২০০২ সালে ‘মেন ইন ব্ল্যাক ২’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দার অভিষেক ঘটে। ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও অভিনয় করেন তিনি। এছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা যায় তাকে।

ভিক্টোরিয়ার বাবা টমি লি জোনস হলিউডের অস্কারজয়ী অভিনেতা। ১৯৯৩ সালে ‘দ্য ফিউজিটিভ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছিলেন। এছাড়া ‘জেএফকে’, ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজ, ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ এবং ‘লিংকন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের
ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের
আমি কট্টর নই, জীবনকে দেখি একটি জার্নি হিসেবে
রুনা খান আমি কট্টর নই, জীবনকে দেখি একটি জার্নি হিসেবে
সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী ও স্ত্রী রূপালী
সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী ও স্ত্রী রূপালী