মাদুরো এখন নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) কার্যালয়ে স্থানান্তর করা হয়। মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট মামলায় আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, নিউইয়র্ক সিটিতে মোট তিনটি হেলিকপ্টার অবতরণ করে। এর মধ্যে একটি হেলিকপ্টারে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।
হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মাদুরোকে গাড়িবহরের মাধ্যমে ডিইএর সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরবর্তীতে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) পাঠানো হয়। এমডিসি যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও কুখ্যাত আটককেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে এখানে বন্দি ছিলেন সংগীতশিল্পী আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি শন ‘ডিডি’ কম্বস।
মার্কিন আদালতের নথি অনুযায়ী, আগামী সপ্তাহে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: সিএনএন
ভিওডি বাংলা/জা






