সড়ক দুর্ঘটনায় আহত আশিস বিদ্যার্থী ও স্ত্রী রূপালী

বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী শুক্রবার গভীর রাতে গুয়াহাটির গীতানগর এলাকার জু রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রূপালীও আহত হন।
জানা যায়, একটি দাওয়াতে অংশগ্রহণের পর ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী নিজে এবং তার স্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার খবর দিয়েছেন। তিনি বলেন, “আমি এবং রূপালী এখন ভালো আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। বাইকচালকেরও খোঁজ নিয়েছি, তিনি আগের তুলনায় ভালো আছেন এবং তার জ্ঞান ফিরেছে।”
উল্লেখ্য, আশিস বিদ্যার্থী ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি এবং বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। খলনায়ক চরিত্রের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ১৯৯৫ সালে ‘দ্রোহকাল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ভিওডি বাংলা/জা






