• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেনেজুয়েলা হামলার নিন্দা:

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পি.এম.
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ-ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর, উত্তর কোরিয়া দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে চীনের অবস্থানের বিরুদ্ধে একটি বার্তা।

রোববার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল-চুল বলেছেন, এটি চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে চীনের অবস্থানের বিরুদ্ধে একটি বার্তা হিসেবে ধরা হচ্ছে।

এছাড়াও, ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানায় আল জাজিরা। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে তারা ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপকে ‘দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাব’ হিসেবে অভিহিত করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক
যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক
ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প
ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প
ভেনেজুয়েলার তেলে কেন মার্কিন প্রেসিডেন্টের এত আগ্রহ
ভেনেজুয়েলার তেলে কেন মার্কিন প্রেসিডেন্টের এত আগ্রহ