আখতার হোসেন
যারা পদত্যাগ করেছেন তাদের সাথে আলোচনা চলছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যেসব নেতারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (৪ জানুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আখতার হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনে আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি আগেই জানিয়ে দিয়েছে এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা মাত্র।’
আখতার বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।’
শেষে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতিবহির্ভূত। পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।
ভিওডি বাংলা/ এস/আরিফ







