রুনা খান
আমি কট্টর নই, জীবনকে দেখি একটি জার্নি হিসেবে

দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের কোনো বিষয়েই তিনি কট্টর নন; বরং জীবনকে একটি যাত্রা বা জার্নি হিসেবেই দেখেন।
রুনা খান বলেন, “ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। নতুন কোনো চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত, সবকিছু আরও সহজভাবে দেখা।”

নিজের কাজের ধরন সম্পর্কে তিনি জানান, প্রায় ১৫ বছর ধরে একটি নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার হলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
তিনি বলেন, “আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের বিরতি নিয়েছিলাম। এরপর থেকে বছরে মাত্র তিন থেকে চারটি কাজই করেছি।”
প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থান নিয়ে তিনি স্থির রয়েছেন বলে জানান রুনা খান। তার ভাষায়, “১০ বছর আগেও আমি বছরে চার-পাঁচটি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে গুণগত মান ও ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছেন।
ভিওডি বাংলা/ আ






