• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুন্দরবনে অপহরণ

রিসোর্ট মালিক, দুই পর্যটক বানিশান্তা থেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্টের মালিক (পরিচালক) ও দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানিশান্তা এলাকা থেকে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দাকোপ থানার ওসি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছন।

উদ্ধার হওয়া তিনজন হলেন- শ্রীপতি বাছাড়, সোহেল ও জনি। এর মধ্যে, শ্রীপতি বাছাড় রিসোর্টের মালিক। বাকি দুই পর্যটক ঢাকার বাসিন্দা। এর আগে, গত শুক্রবার ঢাংমারী এলাকার সুন্দরবন সংলগ্ন কেনুর খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় রবিবার দুপুরে রিসোর্ট মালিকের ছেলে শান্তনু বাছাড় বাদী হয়ে দাকোপ থানায় মামলা করেছেন। মামলায় ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা ঢাংমারী এলাকায় অবস্থিত গোল কানন রিসোর্টে উঠেন। বিকেলে রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। একপর্যায়ে রিসোর্ট সংলগ্ন খাল থেকে নারীসহ পাঁচজনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় তারা। তবে, রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। জিম্মি থাকা পর্যটকদের কাছে দস্যুরা ২০ লাখ মুক্তিপণ দাবি করে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল
খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল
বাকৃবিতে খালেদা জিয়ার স্মরণে শোক বই
বাকৃবিতে খালেদা জিয়ার স্মরণে শোক বই
এলপিজি ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া এলপিজি ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা