• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৯ বছর ১৮ দিন

১১ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র রোববার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছে।

এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সফর শেষে তারেক রহমান রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এ ছাড়া চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃকভিটা অবস্থিত। এ কারণে বগুড়ার সঙ্গে তারেক রহমানের রয়েছে পারিবারিক ও রাজনৈতিক যোগসূত্র। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়া আসবেন।’

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি পুনরায় বগুড়ায় পা রাখতে যাচ্ছেন।

এদিকে, আগামী ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা সুরক্ষায় বিএনপি ও তারেক রহমানের বিকল্প নেই
আবদুস সালাম স্বাধীনতা সুরক্ষায় বিএনপি ও তারেক রহমানের বিকল্প নেই
আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ
আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ
খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মঈন খান
খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মঈন খান