• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ থেকে শীত আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আজ থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় বেড়েছে এবং সকাল থেকে চারদিক কুয়াশাচ্ছন্ন রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাবনা ও সিলেটসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিশেষ করে সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। রাতের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে নৌপথ, আকাশপথ ও সড়কপথে যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে - ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী -১০ থেকে ৮.১ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৮ থেকে ৬.১ ডিগ্রি হলে মাঝারি, ৬ থেকে ৪.১ ডিগ্রি হলে তীব্র
এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ঝিরি ঝিরি কুয়াশা
ঢাকায় ঝিরি ঝিরি কুয়াশা
দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা
দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা
তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে