• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গার্সিয়ার হ্যাটট্রি

বেতিসকে উড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপে ইনজুরিতে মাঠের বাইরে। আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তার জায়গায় খেলেন গনসালো গার্সিয়া। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করা এমবাপের অভাব টের পেতে দেননি তিনি। হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার গার্সিয়ার দাপটে রিয়াল ৫-১ গোলে উড়ন্ত জয়ে বছর শুরু করেছে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড গত ক্লাব বিশ্বকাপে চার গোল করেছিলেন। ২০ মিনিটে তার গোলে লিড নেয় রিয়াল।৫০ মিনিটে ২-০ তে এগিয়ে দেন তিনি । এরপর রাউল আসেনসিও মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করে দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়ান। কুচো হার্নান্দেজ ব্যবধান কমানোর পর রিয়ালকে কয়েকবার অস্বস্তিকর মুহূর্তের মুখে ফেলে বেতিস।  

৮২ মিনিটে গার্সিয়া ব্যাক হিল থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। একই ম্যাচে ডান পা, বাম পা ও হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। বদলি নেমে স্টপেজ টাইমে ফ্রান গার্সিয়া পঞ্চম গোল করেন।

সব প্রতিযোগিতায় মাদ্রিদের টানা চতুর্থ জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টে ব্যবধান কমাল। আগের আট ম্যাচে ছয় জয় পাওয়া বেতিস লিগে ষষ্ঠ স্থানেই আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
কোমা থেকে ‘অলৌকিক’ভাবে জেগে উঠেছেন ডেমিয়েন মার্টিন
কোমা থেকে ‘অলৌকিক’ভাবে জেগে উঠেছেন ডেমিয়েন মার্টিন
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের