• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ১১:৩০ এ.এম.
ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব -ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আগামীর বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের, কোনো একটি দলের নয়। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। 

রোববার (৪ জানুয়ারি) রাজধানী ৭১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যে বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, গৃহহীন হয়েছেন, বিনাবিচারে কারাবরণ করেছেন ও এমনকি তার পরিবারও চরম মূল্য দিয়েছে। তবুও তিনি কখনো দেশের প্রশ্নে আপস করেননি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি স্বপ্ন নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে বাংলাদেশ গড়তে চান।

হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, বেকারদের কর্মসংস্থান, শ্রমজীবী মানুষের অধিকার, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির সরকার মানেই দলীয় সরকার নয় এটি হবে জনগণের সরকার। জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। অতীতে ভোটাধিকার না থাকায় জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না, কিন্তু আগামী দিনে জনগণের ভোটেই সরকার গঠিত হবে।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বহু মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও কখনো জনগণ ও এলাকা থেকে বিচ্ছিন্ন হননি। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

ঢাকা-৯ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনারা যেকোনো সময় আমাকে শাসন করতে পারবেন, জবাবদিহি চাইতে পারবেন। কোনো রাজনৈতিক মাধ্যম ছাড়াই আপনারা সরাসরি আমার কাছে আসতে পারবেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় এটা ৭১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর ও স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে আসিফ মাহমুদের কার্যপরিধি জানিয়ে বিজ্ঞপ্তি
এনসিপিতে আসিফ মাহমুদের কার্যপরিধি জানিয়ে বিজ্ঞপ্তি
বিএনপির নির্বাচনের পরিকল্পনা জানতে চেয়েছে ইইউ
বিএনপির নির্বাচনের পরিকল্পনা জানতে চেয়েছে ইইউ
দলীয় পদ ফিরে পেলেন যারা
দলীয় পদ ফিরে পেলেন যারা