ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে অবসরের ঘোষণা দেন তিনি। সিদ্ধান্তটিকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন শফিউল।
ফেসবুকে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো জীবনের গর্বের বিষয় বলে মনে করেন শফিউল, তিনি ধন্যবাদ দিয়েছেন বিসিবি, সতীর্থ, কোচ ও তার ভক্ত-সমর্থকদের। ‘বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার সব সতীর্থ, কোচ এবং অগণিত ভ্ক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞত। আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না।’
বাংলাদেশের জার্সিতে শফিউল ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-২০ খেলেছেন। ডানহাতি পেস বোলিংয়ে শিকার করেছেন ১০৭ উইকেট। দেশের জার্সিতে শেষবার খেলেছেন ২০২০ সালের মার্চে। আর সবশেষ পেশাদার ম্যাচ গত মার্চে।
বাংলাদেশের হয়ে শফিউলের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়তো ইংল্যান্ডবধ। ইংলিশদের বিপক্ষে টাইগাররা এখন পর্যন্ত ৫টি ওয়ানডে জিতেছে, এরমধ্যে ৩ ম্যাচেই শফিউল খেলেছেন। ২০১১ সালের জয়টিতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। নবম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন তিনি, যেখানে রিয়াদের অবদান ১৯ রানের। শফিউল ২৪ বলে করেন ২৪ রান।
ভিওডি বাংলা/ এমএম






