• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোমা থেকে ‘অলৌকিক’ভাবে জেগে উঠেছেন ডেমিয়েন মার্টিন

স্পোর্টস ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০১:২২ পি.এম.
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন -ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থ ৫৪ বছর বয়সী এই ক্রিকেটারকে চিকিৎসকের তত্ত্বাবধানে কোমায় রাখা হয়। তবে এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে থাকার পর তিনি কোমা থেকে জেগে উঠেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট।

গিলক্রিস্ট কোড স্পোর্টসকে বলেন, “কোমা থেকে বের হওয়ার পর সে অসাধারণভাবে সাড়া দিচ্ছে। অসুস্থতাটা এত গুরুতর ছিল যে তার পরিবার মনে করছে, এটি যেন একধরনের অলৌকিক ঘটনা। পরিস্থিতি এতটাই ইতিবাচক যে আশা করা হচ্ছে শিগগিরই তাকে আইসিইউ থেকে অন্য একটি ওয়ার্ডে নেওয়া যাবে।”

ফক্স স্পোর্টস জানিয়েছে, মার্টিন এখন কোমা থেকে বের হয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলছেন। তার আগে বক্সিং ডেতে বাড়িতে বিশ্রাম নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মেনিনজাইটিস ধরা পড়ে, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডের ঝিল্লির প্রদাহজনিত একটি গুরুতর রোগ।

মার্টিনের কাছের বন্ধু এবং সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেন, “সে সেরা চিকিৎসা পাচ্ছে এবং অনেক মানুষ প্রার্থনা করছে।” প্রার্থনাই বোধ হয় কাজে লেগেছে, কারণ মার্টিন প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ক্রিকেট দুনিয়ায় মার্টিন ছিলেন একজন শ্রেষ্ঠ স্ট্রোকমেকার। ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত তিনটি ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ২৭৯ ম্যাচ খেলেছেন। ৬৭ টেস্টে ৪,৪০৬ রান করেন, ব্যাটিং গড় ৪৬.৩৭।

তিনি ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ভারতের বিপক্ষে ফাইনালে অপরাজিত ৮৮ রান করে দলের শিরোপায় বড় ভূমিকা রেখেছিলেন। ২০০৬ সালের অ্যাশেজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের
বেতিসকে উড়িয়ে দিল রিয়াল
গার্সিয়ার হ্যাটট্রি বেতিসকে উড়িয়ে দিল রিয়াল