খালেদা জিয়ার মৃত্যুতে আ’লীগের দায় রয়েছে: দুদু

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কর্মজীবী দল ও মৎস্যজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করে যিনি চলেছেন তিনি বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এখন আমাদের নেতা তারেক রহমান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে অনুসরণ করেন। বেগম জিয়ার আদর্শ অনুসরণ করা মানেই গণতন্ত্র ও স্বাধীনতাকে অনুসরণ করা ।
তিনি অভিযোগ করেন, ইদানিং নানা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তবে খুব অল্প দিনের মধ্যে নির্বাচন হবে। তাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন কমিটি গতকাল প্রথম বৈঠক হয়েছে। নির্বাচন সফল করা এবং রাষ্ট্র পরিচালনা করার যে ইশতেহার তা আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বেগম খালেদা জিয়া গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়েছে। দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন বাধাই আর কাজে আসবেনা। দেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব নাসের মো. রহমতুল্লাহসহ মৎস্যজীবীদল ও কর্মজীবী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
ভিওডি বাংলা-সবুজ/জা






