• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

স্পোর্টস ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। 

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে। একই সঙ্গে কেবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে অবহিত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নির্দেশনা কার্যকর করা যায়। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে।

উপসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার স্পষ্ট করেছে, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান থেকে তারা সরে আসবে না। পরিস্থিতি পর্যালোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোমা থেকে ‘অলৌকিক’ভাবে জেগে উঠেছেন ডেমিয়েন মার্টিন
কোমা থেকে ‘অলৌকিক’ভাবে জেগে উঠেছেন ডেমিয়েন মার্টিন
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শফিউলের
বেতিসকে উড়িয়ে দিল রিয়াল
গার্সিয়ার হ্যাটট্রি বেতিসকে উড়িয়ে দিল রিয়াল