• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

এলপিজি ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মায়ের দোয়া প্রোপ্রাইটর হেলাল মিয়া নামের একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এদিন মোট একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর জন্য আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আমিন ইসলাম আহাদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে স্কুল শিক্ষিকার সংবাদ সন্মেলন
পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে স্কুল শিক্ষিকার সংবাদ সন্মেলন