সংগৃহীত টাকা ফেরতের প্রক্রিয়া জানালেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিল হিসেবে সংগৃহীত অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। যারা তার নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন এবং তা ফেরত নিতে চান, তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে কেউ যদি অনুদানের অর্থ ফেরত চান, তাহলে তা অবশ্যই ফেরত দেওয়া হবে। তিনি জানান, এখন পর্যন্ত বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো ২০৫ জন অনুদান ফেরতের আবেদন করেছেন এবং তাদের সবার অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময়ই আমি জানিয়েছিলাম-এই সিদ্ধান্তের কারণে কেউ যদি অনুদান ফেরত চান, তাহলে তা দেওয়া হবে। যারা এখনো ফেরতের আবেদন করেননি, তাদের জন্য একটি ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। সেই ফর্ম পূরণ করলেই যাচাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে।”
যারা টাকা দিয়েছেন তারা চাইলে ফেরত পাবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এ পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা পাঠানো ২০৫ জন অনুদান ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
ভিডিওর ক্যাপশনে তিনি আরও জানান, যারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তারা নির্দিষ্ট একটি গুগল ফর্ম পূরণ করে ট্রানজেকশন আইডি ও প্রয়োজনীয় তথ্য দিলে যাচাই শেষে টাকা ফেরত পাবেন। আর যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তাদের জন্য শিগগিরই আলাদা নির্দেশনা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা বলেন, “প্রত্যেকের টাকা ফেরত যাবে-এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।” তিনি এ বিষয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এদিকে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে অনেক সমর্থক উদ্বিগ্ন হয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকে চিন্তিত হচ্ছেন, আমি নির্বাচন করতে পারব কি না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আপিলে আমরা জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।” তিনি সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এনসিপিতে থাকার সময় গত ২২ ডিসেম্বর তাসনিম জারা ফেসবুকে একটি পোস্ট দিয়ে নির্বাচনী তহবিলের জন্য অনুদান আহ্বান করেন। তার সেই আহ্বানে মাত্র ২৯ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে জমা হয়। পরবর্তীতে এনসিপি থেকে পদত্যাগের পর অনেকে পাঠানো অর্থের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললে তিনি আনুষ্ঠানিকভাবে ফেরতের প্রক্রিয়া ঘোষণা করেন।
তার এই উদ্যোগকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেক সমর্থক।
ভিওডি বাংলা/জা







