খালেদা জিয়ার প্রয়াণে
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট এম এ মান্নান।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জহিরুল হক খোকন, এডভোকেট ফখরুদ্দিন (পিপি), এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু ও আলী আজম।
এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন।
শোকসভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট মো. তারিকুল ইসলাম খান (রুমা)।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভিওডি বাংলা/ আমিন ইসলাম আহাদ/ আ







