আসিফ নজরুল
সুরভীর খোঁজ নিয়েছি, দ্রুত প্রতিকার পাবে

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
গাজীপুরের কালিয়াকৈর থানার চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সময় সুরভীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে সুরভীর রিমান্ড মঞ্জুরের প্রতিবাদ জানিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারী।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে চাঁদাবাজীর অভিযোগ গ্রেপ্তার হন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।
সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, ‘মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না।’
এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
ভিওডি বাংলা/ এমএইচ






