• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বামীর মৃত্যু নিয়ে ট্রলের কড়া জবাব দিলেন হেমা মালিনী

বিনোদন ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র-অভিনেত্রী হেমা মালিনী-ছবি: সংগৃহীত

বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন তাঁর স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনী। দীর্ঘ দুই মাস নীরব থাকার পর অবশেষে একটি স্মরণসভায় সেসব সমালোচনার জবাব দিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে হেমা মালিনী বলেন, “এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। আমরা যেন একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এক মাস ধরে উনি ভালো বোধ করছিলেন না, সে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।”

তিনি আরও বলেন, “প্রত্যেকবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেন। আমরা ভেবেছিলাম এবারও তাই হবে। উনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। তাঁর জন্মদিনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করেই খবর এলো-উনি আর নেই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুঞ্জন নিয়ে হেমা বলেন, “অনেকে বলছিল আমার চোখ ফুলে গেছে, আমি খুব কান্নাকাটি করেছি। কিন্তু আমি বলতে চাই, আমি ভেতর থেকে খুব শক্ত একজন মানুষ। নিজের আবেগ সামলাতে জানি। ২০ বছর আগে যখন আমার মা মারা যান, তখনও মনে হয়েছিল আমি বাঁচতে পারব না। কিন্তু জীবন আমাদের শক্ত হতে শেখায়।”

তিনি বলেন, “জীবন কারও জন্য থেমে থাকে না। এখনো আমরা ওর পছন্দের খাবার বাড়িতে রান্না করি। তখন খুব মিস করি তাঁকে। এইভাবেই আমরা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিচ্ছি।”

গত বছরের অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন চিকিৎসার পর ১২ নভেম্বর তিনি বাড়ি ফেরেন। তখন পরিবার জানিয়েছিল তিনি অনেকটাই সুস্থ। তবে কয়েক দিনের মধ্যেই, গত ২৪ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইমিংপুলে ফুরফুরে মেজাজে সাদিয়া আয়মান
সুইমিংপুলে ফুরফুরে মেজাজে সাদিয়া আয়মান
ভারতীয় টেলিভিশন বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ হোক
সোহেল রানা: ভারতীয় টেলিভিশন বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ হোক
বিবাহবার্ষিকীতে তাহসান-পত্মী রোজার ঝলমলে সারপ্রাইজ
বিবাহবার্ষিকীতে তাহসান-পত্মী রোজার ঝলমলে সারপ্রাইজ