নাইজেরিয়ার বাজারে সশস্ত্র হামলা, নিহত ৫০

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি সশস্ত্র চক্র ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়। হামলাকারীরা বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালায়, অনেককে অপহরণ করে এবং খাদ্য লুট করে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট বোলা টিনুবু হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “তারা আমাদের জাতির সংকল্প পরীক্ষা করছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি ভোগ করতে হবে।” এছাড়া, হামলার সময় অপহৃত সকল ব্যক্তিকে অবিলম্বে উদ্ধার করারও নির্দেশ দিয়েছেন।
নাইজার রাজ্য সাম্প্রতিক সময়ে একাধিক সশস্ত্র হামলার ঘটনায় বিচলিত। গত ২১ নভেম্বর, বন্দুকধারীরা পাপিরির সেন্ট মেরি’স প্রাইভেট ক্যাথলিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩১৫ জনকে অপহরণ করেছিল। এর মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক ছিলেন। পরে অনেককে উদ্ধার করা হয়।
ভিওডি বাংলা/জা





