বিবাহবার্ষিকীতে তাহসান-পত্মী রোজার ঝলমলে সারপ্রাইজ

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহবার্ষিকী উদযাপিত হলো গত বছরের ৪ জানুয়ারি। প্রথমবারের মতো এক বছরের দাম্পত্য পূর্ণ হওয়ায় রোজা সোশ্যাল মিডিয়ায় নিজস্ব নজরকাড়া লুকের ছবি শেয়ার করেন।
বিবাহবার্ষিকী উপলক্ষে স্যোশাল মিডিয়ায় নিজের নজরকাড়া লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। এরপর থেকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছায়ও ভাসছেন এ তারকা জুটি।

রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন।
এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।
এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।

নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।
গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে রোজাকে বিশেষ এই সারপ্রাইজ উপহার দিয়েছেন তাহসান। রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ পরিচালনা করছেন।
ভিওডি বাংলা/জা







