ঢাকা-৯ আসন
আপিল করলেন তাসনিম জারা

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে ইসিতে এ আপিল করেন তিনি। এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
আপিলের পর তাসনিম জারা বলেন, ‘আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘নির্রাচন পরিচালনা বিধমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের লিস্টটা আমরা জমা দিয়েছি। সেটা শতভাগ সঠিক। যে সময় ভোটার লিস্ট আমরা সংগ্রহ করেছিলাম, ইসির ওয়েবসাইট কাজ করছিল না, যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারব যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করেছেন উনি আদতে ঢাকা ৯ আসনের ভোটার কি না..। যার স্বাক্ষর নিয়ে প্রশ্ন হয়েছে তিনি তার ভোটার আইডি কার্ডে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনের কথা উল্লেখ ছিল। যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না। সে জায়গা থেকে আমাদের সমস্যাটা সমাধান করতে হচ্ছে।’
ভিওডি বাংলা/ এমএইচ







