• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

স্বাধীনতা সুরক্ষায় বিএনপি ও তারেক রহমানের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পি.এম.
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই এগুলো প্রতিষ্ঠা করতে হলে এবং দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হলে বিএনপি ও তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন। 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্প অর্পণ।

সালাম বলেন, আপনারা জানেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজাজ। তিনি সেই আসন থেকে বিজয় লাভ করবেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তবে তিনি যাওয়ার আগে আল্লাহর কাছে শুকরিয়া যে, তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করার জন্য তারেক রহমানকে সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেমন ঢাকা-১৩ আসন থেকে ববি হাজাজ বিজয়ী হবেন, তেমনি সারা বাংলাদেশে ধানের শীষের বিজয় অর্জিত হবে।

আবদুস সালাম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় ফিরবে। অতীতে যেমন বিএনপি জনগণের পাশে ছিল, আজও আছে ভবিষ্যতেও থাকবে। দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই এগুলো প্রতিষ্ঠা করতে হলে এবং দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হলে বিএনপি ও তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি জানান, আগামী নির্বাচনে দেশের মানুষ সবকিছু বিবেচনা করে ভোট দেবেন। পাহাড়ি-বাঙালি, মুসলমান-হিন্দু, নারী-পুরুষ সবার একটাই পছন্দ বিএনপি, একটাই প্রতীক ধানের শীষ। ধানের শীষের কোনো বিকল্প নেই।

 তিনি আশা প্রকাশ করেন, ঢাকা-১৩ আসনের জনগণ আগামী নির্বাচনে বিপুল ভোটে ববি হাজাজকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
হাবিবুর রশিদ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে
আবদুস সালাম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে
জুলাই আন্দোলনে মোটরযান চালকদের ভূমিকা অতুলনীয় ডা. রফিকুল ইসলাম
জুলাই আন্দোলনে মোটরযান চালকদের ভূমিকা অতুলনীয় ডা. রফিকুল ইসলাম