• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ার মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল ও মাগুড়া গ্রামের মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল। ছবি: ভিওডি বাংলা

শীতের শুরুতেই প্রকৃতি তার রূপ বদলায়। সেই পরিবর্তনের ছোঁয়া লাগে গ্রাম বাংলার ফসলের মাঠে, যেখানে চোখ জুড়ানো হলুদ রঙে শোভা পায় সরিষা ফুল। দিগন্ত জোড়া মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ শীতের আগমনী বার্তা নিয়ে আসে। হলুদের এই রঙ শুধু প্রকৃতিকে রাঙিয়ে তোলে না, বরং গ্রামাঞ্চলের মানুষের মনে জাগায় প্রশান্তি ও নতুন আশার আলো।

সরিষা ফুলের সৌন্দর্য বরাবরই অনুপ্রেরণা জুগিয়েছে কবি ও সাহিত্যিকদের। প্রকৃতির এই অনন্য রূপ দেখতে শীত মৌসুম এলেই শহর থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। শীতের হালকা হাওয়া, হলুদ সরিষা ফুল আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য, যা মনকে করে তোলে প্রশান্ত।

সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করছেন কয়েকজন।

এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন চোখে পড়ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে। দিগন্তজুড়ে বিস্তৃত জমিতে সদ্য ফোটা সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। এই সরিষা ফুলের সঙ্গে মিশে আছে হাজারো কৃষকের রঙিন স্বপ্ন। চলতি রবি মৌসুমে সরিষা চাষে ভালো লাভের আশায় বিভোর উপজেলার কয়েক হাজার কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে বারি-৯, বারি-১৪ ও বারি-১৭সহ বিভিন্ন জাতের সরিষা প্রায় ৬ হাজার ৬৩০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ হাজার মেট্রিক টন। সংশ্লিষ্টরা জানান, লক্ষ্যমাত্রার চেয়েও আবাদ আরও বাড়তে পারে।

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, প্রায় সব এলাকাতেই কম বেশি সরিষার চাষ হয়েছে। কৃষকরা উন্নত জাতের পাশাপাশি দেশীয় রাই, চৈতা ও মাঘি জাতের সরিষার বীজ বপন করছেন। তবে প্রচলিত দেশি জাতের তুলনায় বারি-৯, বারি-১৪ ও বারি-১৫ জাতের ফলন বেশি হওয়ায় এসব জাতের দিকেই কৃষকদের আগ্রহ বেশি।

সরিষা ফুলের সৌন্দের্যের মাঝে শিশুরা।

দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের কৃষক আব্দুর রশিদ ও তারপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ সরদার বলেন, এই এলাকায় সরিষার ফলন ভালো হয়। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে উপজেলা শহর থেকেও অনেক মানুষ আসেন। আমি এ বছর বিশ বিঘা জমিতে বারি-০৯, বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি। গাছের অবস্থা এখন পর্যন্ত বেশ ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলনের আশা করছি।

একই উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের ফরিদ সরদার ও রবিউল ইসলাম বলেন, ধানের পর সরিষা চাষ করলে খরচ কম হয় আর লাভও ভালো পাওয়া যায়। এবার জমিতে রোগ বালাই কম,তাই ভালো ফলন নিয়ে আমরা এবার অনেক আশাবাদী।

সরিষা ফুল দেখতে আসা ভাঙ্গুড়া পৌর এলাকার প্রকৃতি প্রেমী সুজন আহমেদ বলেন, শহরের কোলাহল ছেড়ে এমন হলুদ মাঠে দাঁড়ালে মনটাই বদলে যায়। সরিষা ফুলের সৌন্দর্য আমাদের দেশের মা,মাটি,দেশ ও শেকড়ের কথা মনে করিয়ে দেয়।

মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ।

আরো কয়েকজন প্রকৃতির সরিষা ফুলের অফুরন্ত সৌন্দর্যের মনোরমপ্রেমী ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী গর্বিতা উম্মে জাহবিন, মাগুড়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া সরদার,পঞ্চম শ্রেণির ছাত্রী মীম সরদার,বড়াল কিন্ডারগার্ডেন এর ছাত্রী আরাফি সরদার,মাদ্রাসার ছাত্রী মল্লিকা সরদার,বিকেজি'র সানজিদা সরদার,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ জিহাদ সরদার ও মোঃ সাজিদ সরদার বলেন, প্রতি বছর শীত এলেই সরিষা ফুল দেখতে গ্রামের মাঠ কে মাঠ প্রাঙ্গণে ঘুরে ঘুরে বেড়াই আমরা সবাই। এই সরিষা ফুলের রূপ-যৌবনের সুন্দর  দৃশ্য দেখলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়,মনে হয় যেন সারাদিন সবাই মিলে সরিষা ফুলের মাঝে হারিয়ে যাই। গ্রামের প্রকৃতি আমাদের কত সুন্দর আনন্দ-উল্লাস  উপহার দেয়, গ্রামে না এলে তা কেউই বোঝে না।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, “শীত মৌসুমে সরিষা ফুল ফুটলে শহরের মানুষ প্রকৃতি দেখতে গ্রামে আসেন, যা অনেক আনন্দের বিষয়। এতে তারা শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা হলেও মুক্তি পান ক্ষণিকের জন্য। এ বছর উপজেলায় গত বছরের তুলনায় সরিষার আবাদ বেড়েছে। সরিষা চাষ আরও বাড়াতে কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”

ছবি: ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল ও মাগুড়া গ্রামের মাঠ জুড়ে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে স্কুল শিক্ষিকার সংবাদ সন্মেলন
পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে স্কুল শিক্ষিকার সংবাদ সন্মেলন