• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম

দেশের সংকটময় মুহূর্তে বিএনপির বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পি.এম.
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এই মুহূর্তে এক্সপেরিমেন্টের সুযোগ নেই। রাষ্ট্র আজ অস্তিত্ব সংকটে। এমন সময় পরীক্ষিত, অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকেই ক্ষমতায় আনতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর ৫৫ নং ওয়ার্ডে কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষই রাষ্ট্রের প্রকৃত মালিক এই বিশ্বাস থেকেই আমরা রাজনীতি করি। রাজনীতি মানে ক্ষমতার অপব্যবহার নয়, রাজনীতি মানে জনগণের সেবক হওয়া।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত কাজ এখনো রয়ে গেছে। সেই দায়িত্ব বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আত্মশুদ্ধির মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে।

কামরাঙ্গীরচরের প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকা অত্যন্ত সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন পরিকল্পনার অভাবে নানা সমস্যায় জর্জরিত। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে কামরাঙ্গীরচরকে নতুন করে সাজানো সম্ভব এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে রবিউল আলম আরও বলেন, আমরা সবাই আলাদা আলাদা নই, আমরা একত্রে শক্তি। নেতা-নেত্রীর মর্যাদার লড়াইয়ে জড়িয়ে পড়লে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। বিএনপিকে শক্তিশালী করতে হলে ঐক্যই একমাত্র পথ।

তিনি জনগণের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীক দিয়ে দল আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা যদি আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমি আপনাদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে দর কষাকষি করবো এবং আপনাদের কাছে সর্বদা দায়বদ্ধ থাকবো এই অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির হস্তক্ষেপের আশঙ্কা এখনো রয়ে গেছে। এমন বাস্তবতায় এমন একটি রাজনৈতিক দল দরকার, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পক্ষে কথা বলতে জানে। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সেই অভিজ্ঞতা আছে বলেন তিনি।

 তিনি বলেন, এবারের নির্বাচন দেশের অস্তিত্ব ও ভবিষ্যতের প্রশ্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এ সময় কামরাঙ্গীরচর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
হাবিবুর রশিদ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে
আবদুস সালাম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে
জুলাই আন্দোলনে মোটরযান চালকদের ভূমিকা অতুলনীয় ডা. রফিকুল ইসলাম
জুলাই আন্দোলনে মোটরযান চালকদের ভূমিকা অতুলনীয় ডা. রফিকুল ইসলাম