এলপিজি গ্যাসের দামে অনিয়ম
লিপা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সাহিতপুর বাজারের একটি ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার (০৫ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে প্রথমে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকান পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারের দুইটি বড় এলপিজি গ্যাস ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাহিতপুর বাজারের লিপা এন্টারপ্রাইজ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মডেল বাজারের অপর একটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে মর্মে প্রতীয়মান হয়।
অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। তিনি জানান, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দুয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
ভিওডি বাংলা/ মো: হুমায়ুন কবির/ আ







