• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহী ব্যুরো    ৬ জানুয়ারী ২০২৬, ১১:০০ এ.এম.
উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত-ছবি-ভিওডি বাংলা

উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। 

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে মাত্র ৬০০ মিটারে দাঁড়িয়েছে। এর আগে সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্করা। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে; সকালেও প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগরীর রিকশাচালক ও দিনমজুররা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডায় কাজ করা অসম্ভব হয়ে পড়ছে, যার ফলে আয়ও কমে গেছে উল্লেখযোগ্য হারে।
 
এদিকে কুয়াশার কারণে ভোরে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই হেডলাইট জালিয়ে প্রধান প্রধান সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। সে কারণে প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ
নবাবগঞ্জ দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ
গোয়ালন্দে যৌনপল্লীতে এক ব্যক্তির মৃত্যু
অপমৃত্যুর মামলা গোয়ালন্দে যৌনপল্লীতে এক ব্যক্তির মৃত্যু
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ পর্যটকশূন্য, রাজস্ব আদায়ে ধস
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ পর্যটকশূন্য, রাজস্ব আদায়ে ধস