• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ দফা দাবি

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা চলছে

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ১২:২০ পি.এম.
ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ পদযাত্রা। ছবি-ভিওডি বাংলা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ যাত্রা শুরু হয়।

সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিক-আপে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে-
১. হাদি হত্যার সাথে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।
৪. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার।

আয়োজকরা জানান, শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে যাত্রা শুরু করে মিছিলটি সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে। পথে ট্রাফিক ও জনসমাগম বিবেচনায় কিছু অংশে সমাবেশের গতি ধীর রাখার কথা জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ হাবিবা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ডিএমপি যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কারওয়ান বাজার মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ