• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তা জোরদার

ভোট দেওয়া শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে

জবি প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নির্বাচন ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে দুপুরের পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোট দেওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হওয়ার জন মাইকিং করা হচ্ছে। এরপরও কেউ বের হতে না চাইলে আঙুলের কালি ও ছাপ যাচাই করে বের করে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার পর থেকেই এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকদেরও এ বিষয়ে তৎপরতা চালাতে দেখা গেছে। এর মধ্যে শহিদ সাজিদ ভবন, ইংরেজি ও দর্শন ভবনের সামনে শিক্ষার্থীদের আঙুল যাচাই করা হচ্ছে।

নির্বাচন ঘিরে সকাল থেকেই বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা অবস্থায় রয়েছে। বাইরে প্রধান ফটক ও ১ নাম্বার গেটের সামনে পুলিশের দুটি বুথ রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন র‍্যাব সদস্যরাও।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, প্রথমবারের মতো জবির ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আমরা ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। দুপুরের পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এরই অংশ হিসেবে আঙুলের ছাপ যাচাই করে ভোট দেওয়া শিক্ষার্থীদের বের করে দিচ্ছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। 

তিনি আরও জানান, বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলবে। এরপর আর কাউকে ভোট দিতে দেওয়া হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
জকসু নির্বাচন ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির
আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী
জকসু নির্বাচন আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী
২১ বছর পর জকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ
২১ বছর পর জকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ