• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকের টাকা না দেওয়ায় খালাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পি.এম.
আল আমিন - ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সরদার পাড়ায় মাদক টাকার জন্য আপন খালা মঞ্জুয়ারা খাতুনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আল আমিন প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে টাকা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। ঘটনার রাতে তিনি মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে মাদক টাকার দাবি করেন। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করেন এবং কোদাল দিয়ে গুরুতর আহত করেন। 

চিৎকার শুনে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মঞ্জুয়ারা খাতুনকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যান।

নিহত মঞ্জুয়ারা খাতুন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মৃত আব্দুল লতিফের কন্যা। আহত আমজাদ হোসেন কলারোয়া থানায় মামলা দায়ের করেন।

ওসি এইচ এম শাহিন জানান, ঘটনার সঙ্গে জড়িত আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল