• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজভী

শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন নয়

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পি.এম.
বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিওডি বাংলা

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি না করে সেই পেশার মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন তৈরি করা নয়, আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে মাতা উঁচু করে দাঁড়াতে পারে। তারা যাতে সব সময় সম্মানিত থাকে। তারা যেন পুলিশি হয়রানি শিকার না হয় এই জিনিসগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (৬জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে যত গরিব মানুষ, যত খেটে খাওয়া মানুষ, যত শ্রমজীবী মানুষ, এরাই বেশি হয়রানি শিকার হয়। নির্যাতনের শিকার হয়। সেই হয়রানি নির্যাতনের থেকে মুক্ত করার জন্য, নিজেকে সুখী করার জন্য একটি সম্মানজনক পেশা হিসেবে মোটরযান চালক পেশাকে গ্রহণ করা যায়। 

তিনি বলেন, আমি আমেরিকায় দেখেছি। বাংলাদেশের অনেক বিয়ে পাস, এমএ পাস, ছেলে অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার তারা সেখানে পাঠাও চালায়, টেক্সি চালায়। তারা সেখানে টেক্সি চালিয়ে বেশ উন্নত মানের জীবন যাপন করে। তোরা সেখানে বাড়ি কিনতে পারে। আরো অনেক কিছুই করতে পারে। সেই দেশে কোন শ্রেণীবিভাজন নেই। এজন্যই একজন ট্যাক্সিচালক তার যেমন সমাজে মূল্য রয়েছে। একজন এমপিও সমাজে একই মূল্য রয়েছে। কেউ কম, কেউ বেশি নেই। আমাদেরকেও সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ৩১ দফা কর্মসূচি সহ নানা কর্মসূচির মাধ্যমে অঙ্গীকার ব্যক্ত করেছেন। কেউ ছোট কাজ করে, কেউ বড় কাজ করে এই ব্যবধান তাই থাকবে না। 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, যে ছেলে ইউনিভার্সিটি শেষ করেছে কিন্তু এখনো চাকরি হয়নি। তারা উন্নত দেশের নেয় উবার চালাবে, ট্যাক্সি চালাবে। যতদিন অন্য চাকরি না হচ্ছে তারা এই ধরনের স্বাধীন পেশায় নিযুক্ত হয়ে কমপক্ষে নিজের ও সংসারের এমনকি পরিবারের দায়িত্ব নিতে পারবে। তবে রাষ্ট্রকে তার জন্য ব্যবস্থা করতে হবে। সহযোগিতা করতে হবে আইন প্রণয়ন করতে হবে। 

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী শফু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
ডাঃ আউয়াল ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত
দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ