শীতে বউ সাজে ধরা দিলেন অপু বিশ্বাস

নতুন বছরের শুরুতেই শীতের হাওয়ায় রূপালি বউ সাজে ফটোশুট করেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। মসলিন সাদা লেহেঙ্গা ও জারদৌসি ওড়নায় সাজিত অভিনেত্রী নেটিজেনদের মুগ্ধ করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৭টি ছবি আপলোড করেন অপু।
ছবিতে দেখা যায়, মসলিন শুভ্র সাদার পোশাকে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছেন। এর ওপর ছিল ফ্লোর টাচ গাউন কোটি। পোশাকের সঙ্গে ওড়নাও ছিল কারুকার্যে পরিপূর্ণ।

কানে ও গলায় পরেছেন ভারী গয়না। মাথায় পরেছিলেন ছোট আকারের টিকলি। হাতে ম্যাচিং আংটি। গয়নাতে ছিল পান্নার উপস্থিতি।
নতুন ফটোশুটে এভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিকে নতুন বছরে ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজও শুরু করেছেন। দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
অপু বিশ্বাস অভিনীত নতুন দু’টি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে।
ভিওডি বাংলা/জা







