• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অডিশনে ভীতির কথা জানালেন তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পি.এম.
তাসনুভা তিশা-ছবি-ভিওডি বাংলা

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে তিশা জানান, শুটিং সেটের পরিবেশ ছাড়া তিনি চরিত্রের গভীরে যেতে পারেন না। এ কারণে অডিশনের সময় তিনি বেশ নার্ভাস হয়ে পড়েন। তার ভাষায়, “আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।”

শাকিব খানের সঙ্গে কাজের প্রসঙ্গে তিশা বলেন, সম্প্রতি তাকে একটি সিনেমার জন্য অডিশনে ডাকা হয়েছিল। তবে নিজের অডিশন ভীতির কারণে তিনি সেখানে অংশ নেননি। তার মতে, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি স্বচ্ছন্দভাবে অভিনয় করতে পারেন না।

কাজের ব্যস্ততা সম্পর্কে তিনি জানান, বর্তমানে নাটক ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ফেব্রুয়ারি থেকে একটি বড় প্রজেক্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আপাতত সেটি গোপন রাখতে চান তিনি।

মজার ছলে সহকর্মীদের প্রসঙ্গে তিশা বলেন, তানভীর, নিলয় ও আরশ-এই তিনজনের মধ্যে তানভীরকে ‘কিল’, নিলয়কে ‘হুক আপ’ এবং আরশকে বিয়ের জন্য বেছে নেবেন তিনি। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তার কাজের স্বাচ্ছন্দ্যের বড় কারণ বলে জানান এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আয় খুকু আয়’, কোথায় আছেন শ্রাবন্তী
‘আয় খুকু আয়’, কোথায় আছেন শ্রাবন্তী
দীর্ঘদিন আড়ালে থাকার পর রিয়ার হঠাৎ আবির্ভাব
দীর্ঘদিন আড়ালে থাকার পর রিয়ার হঠাৎ আবির্ভাব
ঈদে আসছে ‘রাক্ষস’, দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা
ঈদে আসছে ‘রাক্ষস’, দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা