চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল একটি জাতীয় মুক্তির সংগ্রাম। এই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিকালে তিনি এসব কথা বলেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই আন্দোলনকে জাতির মুক্তির সংগ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে কোনোভাবেই সন্ত্রাসী আন্দোলন হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। এ আন্দোলনের প্রেক্ষাপটে কারফিউ জারি করা হয়েছিল—এমন দাবি গ্রহণযোগ্য নয় বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি।
এর আগে শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা দাবি করেন, জুলাই মাসে জনগণের জান-মাল রক্ষার উদ্দেশ্যেই কারফিউ জারি করা হয়েছিল।
ভিওডি বাংলা/ এমএস/ আরিফ







