• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:

প্রত্যাশা ও দাবিতে মুখর কুয়েত প্রবাসীরা

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পি.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাতে শুরু করেছে এবং ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় বিতরণ করা হচ্ছে। নতুন বছরে নির্বাচিত সরকারের কাছে তারা নানা প্রত্যাশা ও দাবি তুলে ধরছেন।

কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, “ভোট একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট দেব। আমি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেব, যিনি প্রবাসী ও সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবেন।”

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এই প্রথমবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা সরকার গঠনে সরাসরি অংশ নিতে পারছেন।

কুয়েত প্রবাসী সায়রুল আমিন বলেন, “কুয়েতে ভিসা সিন্ডিকেটের কারণে ৮ থেকে ১২ লাখ টাকা দিয়ে ভিসা কিনতে হয়। ভিসা পাওয়ার পর মেডিকেল সেন্টারগুলোতেও হয়রানি করা হয়। নতুন সরকার এলে এসব বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে স্বল্প খরচে বিদেশে শ্রমিক আসতে পারবে এবং রেমিট্যান্স বাড়বে।”

আরেক প্রবাসী আব্দুস সাত্তার বলেন, “প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণের কথা বলা হলেও বাস্তবে ভিসা কপি, জমির দলিল, পরিবারের একাধিক সদস্যের কাগজপত্র এবং ব্যবসায়ী বা সরকারি চাকরিজীবী জামিনদারের শর্ত থাকায় অনেকেই ঋণ পান না। এসব শর্ত আরও সহজ করা দরকার। পাশাপাশি বিমান টিকিটের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণেও সরকারের পদক্ষেপ প্রয়োজন।”

প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে দেখছেন কুয়েত প্রবাসীরা। তারা আশা করছেন, নতুন সরকার জান ও মালের নিরাপত্তার পাশাপাশি একটি প্রকৃত প্রবাসীবান্ধব সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১ বছরে ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১ বছরে ৯০ হাজার অবৈধ অভিবাসী আটক
কুয়েতে জনতা গ্রুপ ও প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা
কুয়েতে জনতা গ্রুপ ও প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা
কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা
কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা