• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

তাইজুল বাপ্পির নির্দেশে হাদি হত্যা

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পি.এম.
শহীদ শরীফ ওসমান হাদি। সংগৃহীত ছবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের পর এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় এ চার্জশিট দাখিল করা হয়।

শফিকুল ইসলাম আরও জানান, চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজন এখনো পলাতক রয়েছেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই হাদিকে হত্যা করা হয়েছে। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওবার্তা প্রসঙ্গে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‌‘ভিডিওবার্তা দেওয়ার সুযোগ থাকলেও তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদির মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে অঙ্গীকারবদ্ধ ইসি
নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে অঙ্গীকারবদ্ধ ইসি
ঢাকা-করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে বিমান
ঢাকা-করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে বিমান
আটাব সভাপতি আরেফের বিরুদ্ধে প্রতিযোগীতা কমিশনের অনুসন্ধান
কুয়েতে ভিসা সিন্ডিকেট আটাব সভাপতি আরেফের বিরুদ্ধে প্রতিযোগীতা কমিশনের অনুসন্ধান