• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য:

ট্রাম্প কি মোদিকে ভেনেজুয়েলার মতো অপহরণ করবেন?

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পি.এম.
কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন- ছবি: সংগৃহীত

ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবনের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন- ‘‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’’

চবনের এই মন্তব্যের পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি সমগ্র দেশের জন্য অপমানজনক মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চবনের বক্তব্যকে ‘হাস্যকর’, ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘অবিবেচক’ বলে আখ্যা দিয়েছেন।

সমালোচকদের মতে, ভারতের মতো একটি সার্বভৌম ও পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এ ধরনের তুলনা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং বিভ্রান্তিকর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘‘৫০ শতাংশ শুল্ক থাকলে বাস্তবে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি।’’

তিনি আরও বলেন, ভারতীয় রপ্তানিকারকেরা আগে যে লাভ করতেন, তা আর পাওয়া যাবে না। ফলে ভারতকে বিকল্প বাজারের দিকে নজর দিতে হবে এবং সে প্রস্তুতিও শুরু হয়েছে।

‘এরপর কী’-এই প্রশ্ন তুলে চবন বলেন, ‘‘ট্রাম্প যদি ভেনেজুয়েলার মতো ভারতের ক্ষেত্রেও তেমন কিছু করেন, তাহলে পরিস্থিতি কী হবে?’’

তবে এসপি বৈদ পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এ ধরনের ভাবনা দেশের মর্যাদার পরিপন্থী। কথা বলার আগে দায়িত্বশীলতা থাকা জরুরি।’’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই
জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি
অসুস্থ মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে
অসুস্থ মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে