• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদে আসছে ‘রাক্ষস’, দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

বিনোদন ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পি.এম.
সিয়াম আহমেদ-অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়-ছবি-ভিওডি বাংলা

‘জংলি’ সিনেমার পর এবার ঈদুল ফিতরের জন্য নতুন সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং শুরু করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটির পরিচালক হলেন ‘বরবাদ’-খ্যাত মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুটিং শুরু হওয়ার পর, ইউনিট এখন গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য বিদেশের শুটিংয়ে পাড়ি জমিয়েছে।

নির্মাতার বরাতে জানানো হয়েছে, ৪ জানুয়ারি রাতে ইউনিট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয় এবং সেখানে প্রায় দুই সপ্তাহ শুটিং চলবে। এরপর ঢাকায় ফিরে বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। 

সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেবেন। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে তিনি ঢাকাই সিনেমায় অভিষেক করছেন।

সুস্মিতা সংবাদ সম্মেলনে বলেন, “গল্পের কারণেই সিনেমায় যুক্ত হয়েছি। এখানে নায়িকার চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের পুরো শক্তি দেব। প্রথমবার বাংলাদেশি সিনেমায় ভালো টিমের সঙ্গে কাজ করা আমার জন্য বড় সুযোগ।”

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, “‘বরবাদ’-এর মতো ‘রাক্ষস’-এও থাকবে অ্যাকশন ও ভায়োলেন্স। তবে গল্পের কেন্দ্রে আছে প্রেম, যা সিয়ামের চরিত্রকে একসময় রাক্ষসে পরিণত করে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আয় খুকু আয়’, কোথায় আছেন শ্রাবন্তী
‘আয় খুকু আয়’, কোথায় আছেন শ্রাবন্তী
দীর্ঘদিন আড়ালে থাকার পর রিয়ার হঠাৎ আবির্ভাব
দীর্ঘদিন আড়ালে থাকার পর রিয়ার হঠাৎ আবির্ভাব
অডিশনে ভীতির কথা জানালেন তাসনুভা তিশা
অডিশনে ভীতির কথা জানালেন তাসনুভা তিশা