জকসু নির্বাচনের ভোট গণনা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকাল ৫টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু করা হয়।
গণনা শুরুর আগে সহকারী নির্বাচন কমিশনার আনিসু রহমান বলেন, “৩৯টি কেন্দ্রের ব্যালট বাক্স আমাদের কাছে এসেছে। বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হবে। গণনার সময় প্রতিটি কেন্দ্রের প্রধান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”
এর আগে সকাল ৯টা থেকে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৩টায় ক্যাম্পাসে প্রবেশ বন্ধ করা হলেও ভোটগ্রহণ চলে প্রায় বিকাল ৪টা পর্যন্ত।
ভিওডি বাংলা/ আরিফ







