প্লে-অফের আশা হারাচ্ছে না জয়হীন নোয়াখালী

চলমান বিপিএলে নতুন দল হিসেবে আবির্ভাব ঘটেছে নোয়াখালী এক্সপ্রেস। তবে মাঠে পারফরম্যান্সের দিক থেকে দলটির পরিস্থিতি কিছুটা হতাশাজনক। ৪ ম্যাচে এখনও জয় স্বাদ পায়নি নোয়াখালী। তবুও প্লে-অফে যাওয়ার আশা হারাচ্ছেন না দলটির বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত।
সিলেটে মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মাজ বলেন, “দলটা পরিবারের মতো। আমরা কিছু ম্যাচ হেরে গেছি, তবে সমর্থকরা আমাদের পাশে থাকবেন আশা করি। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা প্লে-অফে খেলব। পরিশ্রম করে যাচ্ছি এবং বাকি ম্যাচগুলোতে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”
পিএসএলেও বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা উচিত এবং তারা পাকিস্তানে খেলতে এলে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে, 'বিপিএল অনেক পাকিস্তানি খেলোয়াড় খেলতে আসে, এতে আমরা আনন্দিত। আমাদের জন্য এটা গর্বের বিষয় যে এতজন পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে বেছে নেওয়া হয়েছে। পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটাররা কেন নয়? তাদের আনা উচিৎ। তাদের স্বাগত জানাই।'
ভিওডি বাংলা/জা






