• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুবক অপহরণ

পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পি.এম.
তিনজন গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ঢাকা থেকে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫)কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।

পরদিন ভোরে তাকে আসামিদের বাড়িতে আটকে রাখা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল