• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা

গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনা প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পি.এম.
গরু চুরির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা

পাবনা সদর উপজেলার সন্ত্রাস কবলিত অঞ্চল ভাড়ারা ইউনিয়নে ‎কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রায়ই গরু চুরি হচ্ছে। এতে নিঃম্ব হয়ে পড়ছেন কৃষক ও খামারীর। তাই গরু চুরির প্রতিবাদে এবং প্রতিকার চেয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের কোলাদী চারা বটতলা, বড় বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচির সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করে ভুক্তভোগী এলাকাবাসী। এসময় রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ।
‎‎মানববন্ধনে অভিযোগ করে ক্ষতিগ্রস্থ খামারীরা বলেন, গত ৫ আগষ্ট পরে এই দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। ক্রমেই এই সংখ্যা বাড়ছে। এলাকাবাসী অতিষ্ট। অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয় না। চোরদের বিষয়ে প্রমাণ থাকার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবস্থান কর্মসূচি তুলে নেয় এলাকাবাসী।

‎এ সময় বক্তব্য দেন, আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘আমরা এ পর্যন্ত গরু চুরির একটি অভিযোগ পেয়েছি। কোলাদীতে একজন কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। আমরা সেটার মামলা রেকর্ড করেছি, তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এখন যদি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আমাদের কি করার আছে। এলাকাবাসীরও উচিত নিজেরা পালা করে নিজেদের খামার পাহাড়ার ব্যবস্থা করা।’

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
নবাবগঞ্জে প্রতিবন্ধী মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
রহমাতুল্লাহ খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয়
নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
কুমিল্লা-৪ নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল