আবদুস সালাম
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে

বেগম খালেদা জিয়ার জীবন, আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করলেই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই রাজনীতির শিক্ষা আমাদের নিতে হবে বেগম খালেদা জিয়ার জীবন থেকে, তার চলা-বলা থেকে। তিনি ছিলেন একজন অনুকরণীয় নারী নেতা, যিনি আজীবন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন।
আবদুস সালাম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন ছিন্নভিন্ন মত , তখন বেগম খালেদা জিয়া শক্ত নেতৃত্ব দিয়ে দলকে পুনর্গঠন করেন এবং তিনবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে যান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ আমরা আশা করি, বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপি তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার ফিরিয়ে আনবে। এতে দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির নেত্রী। তার রাজনৈতিক জীবনের কষ্ট ও ত্যাগের স্বীকৃতি হিসেবে জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
খালেদা জিয়ার রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, চরম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো উগ্র ভাষা ব্যবহার করেননি। এমনকি অন্যায়ভাবে বাসভবন থেকে উচ্ছেদের পরও দেশের স্বার্থে সরকারের কোনো ইতিবাচক উদ্যোগে তিনি সমর্থনের কথা বলেছেন যা তার উদারতা ও জাতীয়তাবাদের প্রমাণ।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন। দেশ-বিদেশে যে সম্মান তিনি পেয়েছেন, তা আল্লাহর পক্ষ থেকে এক বড় প্রতিদান।
তিনি বলেন, যতদিন বিএনপি বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
সুরুকার,গীতিকার ও জাসাসের যুগ্ন আহবায়ক ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার,সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, সদস্য রিজিয়া পারভীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রাশেদুল হক রাশেদ সহ প্রমুখ।
ভিওডি বাংলা/ সিবুজ/ আরিফ







