খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে যোহর নামাজের পরে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক আপসহীন, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক নেত্রী। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় মসজিদে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ







