• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ী

যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পি.এম.
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার ২ জন। ছবি: ভিওডি বাংলা

 

রাজবাড়ী সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। 

অভিযানে একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার অ্যামুনিশন, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা কেরু মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, দুটি হকিস্টিক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে মোঃ আরিফ খান (৫০) এবং উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে মোঃ লিটু খান (৪০)।

পুলিশ জানায়, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ আরিফ খান ও লিটু খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ হাসান কাজলসহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, আরিফ খান, লিটু খান, হাবিব মেম্বার, সেলিম শিকদার ও রিপন শেখ এলাকায় চাঁদাবাজি, হামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বানারীপাড়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বানারীপাড়ায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ
রাজৈরে যাত্রীবাহী বাসচাপায় মাদরাসাছাত্র নিহত
রাজৈরে যাত্রীবাহী বাসচাপায় মাদরাসাছাত্র নিহত