কেকেআর ছাড়ার পর পিএসএলে নিবন্ধন মোস্তাফিজের

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার পর আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিবন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার প্রকাশ করে তার নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে পিএসএল লিখেছে, “ব্যাটসম্যানদের সাবধানে থাকতে হবে… নতুন যুগে আসছেন ফিজ। পিএসএল ১১–এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান!”
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ১৫টি টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ১২৬টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার বৈচিত্র্যময় কাটার ও ডেথ ওভারের দক্ষতার কারণে তিনি বিশ্ব ক্রিকেটে ‘কাটার মাস্টার’ হিসেবে পরিচিত।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ মৌসুমের জন্য হঠাৎ করেই মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর দ্রুতই পিএসএলে নাম লেখালেন এই বাংলাদেশি পেসার।
ভিওডি বাংলা/ আরিফ






