• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

পাবনা প্রতিনিধি    ৬ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সবুর মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।

মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।

তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।

নিহতের স্বজনরা জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার
রাজবাড়ী সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার
গ্রেপ্তার দুই যুবক রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার