• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া: অধ্যাপক নার্গিস বেগম

​যশোর প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ এ.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম-ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক এবং গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।” তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই ছিল তার আজীবনের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপসহীন সংগ্রাম করে গেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় নরেন্দ্রপুর ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিলে তিলে নিগৃহীত হয়েছেন। “তাকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তা ইতিহাসে বিরল ও নির্মম,”-বলেন তিনি। তবুও তিনি ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করেননি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসার প্রস্তাব পেলেও খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, বাংলাদেশই তার একমাত্র ঠিকানা এবং এই দেশের মানুষের অধিকার রক্ষাই তার জীবনের মূল দায়িত্ব। “তিনি বলতেন, দেশের বাইরে তার কোনো পরিচয় নেই,”-বলেন অধ্যাপক নার্গিস বেগম।

শোকসভায় সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু।

এছাড়াও বক্তব্য দেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি আবদুল জলিল গোলদার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফরসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শোকসভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার
রাজবাড়ী সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ
ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার
গ্রেপ্তার দুই যুবক রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার